তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও নরসিংদী জেলায় ১৫৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৮টিতে এবং ৮৯টি ইউপিতে পুরোনো প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। নতুন অনেকেই মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর।