মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম নীতি কাঠামো ২০১৭ অনুসারে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি পুনর্গঠন করা হলো।