দেশে সব ধরনের ক্যানসারের মধ্যে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে স্তন ক্যানসার তৃতীয় অবস্থানে। নারীরাই বেশি এই ক্যানসারে আক্রান্ত হন। গত বছর এই ক্যানসারে আক্রান্ত ১৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। মৃত্যুহারের দিক থেকে স্তন ক্যানসার চতুর্থ। অথচ যথাসময়ে শনাক্ত হলে ও চিকিৎসার ব্যবস্থা নিলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে স্তন ক্যানসার শনাক্তে ৫০৩টি কেন্দ্র রয়েছে। তবে ইউনিয়ন পর্যায়ে এই সেবা একেবারেই অপ্রতুল, ১ শতাংশের কম।