অতিমারি করোনার মধ্যে গত দেড় বছরে খুলনা মহানগরীসহ জেলায় ৩ হাজার ৯ জন ছাত্রীকে বাল্যবিবাহর শিকার হতে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটির সময় এই বাল্যবিবাহ হয়। শিশু বয়সে সংসারের ভার কাঁধে চেপে বসায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
খুলনায় বাল্যবিবাহর শিকার ৩ হাজার ৯ জন ছাত্রীর সবাই মাধ্যমিক স্তরের। যারা সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রী। এর মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলায় সর্বোচ্চ ৭৫১টি এবং কয়রা উপজেলায় ৬৮১টি আর সবচেয়ে কম দিঘলিয়া উপজেলায় ছয়টি বাল্যবিবাহর তথ্য পাওয়া গেছে।