ফরিদপুরের সালথায় রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে রিয়াদ মাতুব্বর (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া এলাকার হাফিজুর মাতুব্বরের ছেলে। সে লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রিয়াদ মাতুব্বর অপর দুই শিশুসহ তার চাচার সঙ্গে লক্ষণদিয়া গ্রামের খাতপাড়ায় সুন্নতে খতনার দাওয়াত খেতে যাচ্ছিল।