মৃত এক ব্যক্তির স্বাক্ষর জাল করে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। এরা হলেন- পূবালী ব্যাংকের চকবাজার শাখার প্রিন্সিপাল অফিসার শরীফ প্রধান ও একই শাখার অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম। মৃত মোস্তাফিজুর রহমানের শ্যালক সালেহ আহমেদ রোববার ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালতে মামলাটি করেন।বিচারক বাদীর জবানবন্দি নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী সাইফুল ইসলাম (রিপন) জানান।মামলার অভিযোগে বলা হয়, এ মামলার আসামি শরীফ প্রধানের সঙ্গে বাদীর বোন নাজমা আক্তারের বিবাহ হয়।