জেল পালানো ফিলিস্তিনিরা বড় ধরণের নাশকতা পরিকল্পনা করছিলো। সেটি প্রমাণিত হলে, ভোগ করতে হবে ১৫-২০ বছরের কারাদণ্ড। শনিবার, পুনরায় আটক ৪ বন্দির বিরুদ্ধে আনা হয় গুরুতর অভিযোগ। বাকি দু'জনের সন্ধানেও চলছে তল্লাশি। এদিকে, ফিলিস্তিনি আইনজীবীদের অভিযোগ- বন্দিদের সাথে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। আরও ভিডিওতে।