দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার একদিন পর বিএনপি বলছে, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে কয়েকটি শর্তের কথাও বলেন৷ তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন হতে হবে নিরপেক্ষ। ভোটের আগে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি নেতা এসব কথা বলেন। মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে।