আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিয়ে তালেবান নারীদের ঘরে থাকার জন্য বললেও নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ অব্যাহত রেখেছেন দেশটির নারীরা। বুধবারও তারা দেশটির বিভিন্ন প্রদেশে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পাকিস্তান দূতাবাসের কাছে তারা বেশ কয়েকজন জড়ো হয়ে কর্মসূচি চালালে তালেবান সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।