তালেবানকে পুরোপুরি উপেক্ষার ফল পাচ্ছে আফগানরা

প্রথম আলো হাজ্জাতুল্লা জিয়া প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

আফগানিস্তানে হঠাৎ করেই ক্ষমতার বদল দেখতে পেল বিশ্ব। এ ঘটনায় গুরুত্বপূর্ণ কোন বিষয়টার প্রতিফলন হলো? ব্যাখ্যা করতে গিয়ে, আমেরিকা-ন্যাটোর আগ্রাসনের পর আফগানিস্তানে যে সরকারব্যবস্থা গড়ে উঠেছিল, সেটার দুর্বলতা ও দুর্নীতির ওপর জোর দিচ্ছেন অনেক বিশ্লেষক। কিন্তু এ গল্পের উল্টো দিকটার দিকেও নজর দেওয়া জরুরি। সেটা হলো, বৈধতার সংকট সৃষ্টি হবে জেনেও আফগান সরকারের সঙ্গে কেন সন্ধি করতে অস্বীকৃতি জানাল তালেবান? কেন তারা এত অনড় থাকল?


এর মূল কারণ হচ্ছে, আফগানিস্তানে পশ্চিমা আগ্রাসনের পর সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখান থেকে তালেবানকে বাদ রাখা হয়েছিল। ২০০১ সালে তালেবানের হাত থেকে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক মাসের মধ্যে সরকার গঠনের উদ্দেশ্যে পশ্চিমা জোট এবং তাদের আফগান মিত্ররা জার্মানির বনে একটি সম্মেলনে মিলিত হয়েছিল। সেখানে নর্দান অ্যালায়েন্স, পাকিস্তানে নির্বাসিত আফগান পশতুনদের পেশোয়ার গ্রুপ, রোম গ্রুপ নামে পরিচিত রাজপরিবারের সদস্য, আফগানদের সাইপ্রাস গ্রুপ উপস্থিত ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us