কুড়িগ্রামে পানিবন্দি শত শত পরিবার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ২১:০৮

উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই দুই নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। স্থানীয় প্রশাসন থেকে বানভাসিদের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়া হলেও সোমবার (৩০ আগস্ট) বিকাল পর্যন্ত তা বিতরণের কোনও খবর পাওয়া যায়নি।


স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগামী ২৪ ঘণ্টায় ধরলা অববাহিকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও ব্রহ্মপুত্রের আশপাশে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। পাউবো জানায়, আজ বিকাল ৩টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন ব্রহ্মপুত্রের পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us