নড়াইলে চলমান খরিপ-২ মৌসুমে ইউরিয়াসহ টিসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সারের সংকট দেখা দিয়েছে। খুচরা বাজারে দোকানে এসব সার পাওয়া যাচ্ছে না বললেই চলে। কোথাও পাওয়া গেলেও তা কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। ফলে রোপা আমন, চলমান সবজিসহ আগাম শীতকালীন শাক-সবজি ও মৎস চাষ ব্যহত হচ্ছে বলে দাবি কৃষকদের।
রোপা আমন চাষিরা বলছেন, এখন তাদের ইউরিয়া সারের সবচেয়ে বেশি প্রয়োজন। এই মুহূর্তে সার না পাওয়া গেলে আমন ফসলে মার খেতে হবে।