মণিপুরের সহিংসতা কোনদিকে মোড় নেবে?

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪

জাতিগত সহিংসতায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্য। ৭ নভেম্বর মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রামের কুকি সম্প্রদায়ের একজন নারীকে পুড়িয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। নৃশংসভাবে হত্যা করার আগে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল মেইতেই সম্প্রদায়ের বিরুদ্ধে। ঘটনার পরপর কুকি সশস্ত্রগোষ্ঠী জাইরন গ্রামের অন্তত ১৬টি বসতবাড়ি জ্বালিয়ে দেয়। এ ঘটনার ঠিক দুদিন পর ৯ নভেম্বর মণিপুরের বিষ্ণুপুর জেলায় মেইতেই সম্প্রদায়ের এক নারীকে গুলিতে হত্যা করে কুকিরা। ঘটনার এখানেই শেষ নয়, ১১ নভেম্বর এ জেলাতেই ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর হামলা চালায় কুকিরা। ফলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে ১১ কুকি ও দুজন সিআরপিএফের সদস্য নিহত হন। এ ঘটনার পর জিরিবামে কারফিউ জারি করা হয়। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে এভাবেই মণিপুর রাজ্যজুড়ে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সেপ্টেম্বর থেকেই এ সংঘর্ষ চলছিল মণিপুরের বিভিন্ন অঞ্চলে। ফলে অক্টোবরের শুরুতেই মণিপুরে ‘ভারতের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’-এর মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকরা এ আইনটিকে নিবর্তনমূলক আইন হিসাবেই দেখে আসছেন। ১৯৫৮ সালের ২ সেপ্টেম্বর ভারতের পার্লামেন্টে এ আইনটি পাশ হয়। এ আইনের দ্বারা ওই অঞ্চলে সংঘটিত যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তি পাওয়া থেকে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের রেহাই দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে, প্রকাশ্য হত্যাকাণ্ড, এমনকি ধর্ষণের মতো অপরাধে জড়িত থাকলেও এ স্পেশাল পাওয়ার অ্যাক্টের কারণে ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আদালতে বিচার চাইতে পারবেন না।


গত সেপ্টেম্বরের গোড়াতেই ভারতের মাটিতে এযাবৎকাল যা ঘটেনি, তাই ঘটেছে মণিপুরে। বলা হচ্ছে, ১ ও ২ সেপ্টেম্বর কুকি সশস্ত্র বাহিনী মণিপুরের রাজধানী ইম্ফলের পশ্চিমে দুটি এলাকায় ড্রোন আক্রমণ করেছে। এ ঘটনা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। শুধু তাই নয়, গত কয়েক মাসে এ অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে মণিপুরের বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হয়ে গেছে অন্তত ৪ হাজার অস্ত্র। নতুন করে এ দুই সম্প্রদায়ের ছড়ানো সংঘর্ষে শঙ্কিত হয়ে পড়েছে ভারত সরকার। দুই পক্ষের হাতেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মান, চীন ও রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষুদ্রাস্ত্র। বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ জানতে পেরেছে, এসব অস্ত্রের নিয়ন্ত্রণ এখন কুকি ও মেইতেই উভয় সম্প্রদায়ের হাতে। শুধু ক্ষুদ্রাস্ত্রই নয়, তাদের হাতে আছে ড্রোন, ট্যাংকবিধ্বংসী রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড, স্টান গ্রেনেড, স্টিংগার গ্রেনেড, স্থানীয়ভাবে তৈরি ‘পাম্পি’ নামে পরিচিত ইম্প্রোভাইজড মর্টার, মর্টারশেল ইত্যাদি। এসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সশস্ত্র দল দুটোর হাতে পৌঁছাল কী করে, তা নিয়ে ভারতের প্রতিরক্ষা বিভাগ অনুসন্ধান করছে। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া হয়েছে ড্রোন হামলার তদন্ত কাজ। যদিও কুকি সশস্ত্রগোষ্ঠী বলছে, তারা যে ড্রোন ব্যবহার করে, তা কেবল গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা যায়। তাদের এলাকায় কারা প্রবেশ করছে, আর কারা বেরিয়ে যাচ্ছে, তা নিরীক্ষণের জন্যই এ ড্রোন ব্যবহৃত হচ্ছে। তাদের এ ড্রোন বোমা বহন করতে সক্ষম নয়।



ব্রিটিশ আমলে মণিপুর ‘প্রিন্সলি স্টেট’ হিসাবে মর্যাদা পেত। কাশ্মীরের মতো মণিপুরও ভারত স্বাধীন হওয়ার পরপরই ভারতে যুক্ত হয়নি। ১৯৪৭ সালে যখন ব্রিটিশ প্রভাব শেষ হয়, তখন মনিপুর স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। এমনকি মণিপুর রাজ্য ১৯৪৭ সালের ২৭ জুন নিজেদের জন্য সংবিধানও প্রণয়ন করেছিল; কিন্তু মণিপুর কংগ্রেস, যারা রাজ্যের মাত্র আট শতাংশ মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে, তারা রাজ্য সংবিধানের বিরুদ্ধে অবস্থান নেয় এবং মণিপুরকে ভারতের সঙ্গে একত্রীকরণে আন্দোলন শুরু করে। মণিপুরের মহারাজা বোধচন্দ্র এ একত্রীকরণ আন্দোলনের বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে তৎকালীন কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লবভাই প্যাটেল, ইম্ফলে ভারতীয় বাহিনী পাঠিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করে, টেলিফোন ও টেলিগ্রাফ লাইনগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মহারাজাকে তার জনগণ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়। শেষ পর্যন্ত ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মহারাজা একত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। এভাবেই বলপ্রয়োগ করে মণিপুরকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল। মণিপুরবাসী কখনো সেই একত্রীকরণ মেনে নিতে পারেনি বলেই সশস্ত্র সংগ্রামের দীর্ঘ ইতিহাসের সূত্রপাত হয়। মণিপুরের মোট জনসংখ্যার ৫৩ শতাংশ মেইতেই জনগোষ্ঠী। বাকি ৪৭ শতাংশ নাগা, মিজো ও কুকি তফসিলি জনজাতি। ধর্মে মেইতেইরা হিন্দু। অপরদিকে তফসিলি জনজাতির লোকরা অধিকাংশই খ্রিষ্টান ধর্মে বিশ্বাসী।


সাধারণত কুকি ও নাগা সম্প্রদায়ের লোকরা রাজ্যের ৯০ শতাংশ জমি নিয়ে গঠিত সংরক্ষিত পাহাড়ি অঞ্চলে বসবাস করে, অপরদিকে মেইতেই জনগোষ্ঠীর বসবাস রাজ্যের মাত্র ১০ শতাংশ জমি নিয়ে ইম্ফল উপত্যকায় সীমাবদ্ধ। মণিপুর ভূমি সংস্কার আইন অনুযায়ী, রাজ্যের মেইতেইদের পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপন করা নিষিদ্ধ, অথচ উপত্যকা অঞ্চলে উপজাতীয় জনগোষ্ঠীর বসতি নিষিদ্ধ নয়। মণিপুরে মেইতেইরা ‘তফসিলি জাতিগোষ্ঠী’ হিসাবে বিবেচিত নয়। তারা সরকারি চাকরি, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় ‘সংরক্ষণ সুবিধা’র সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। এ কারণে মেইতেইরা কয়েক বছর ধরেই তফসিলি জাতিগোষ্ঠী হিসাবে শ্রেণিভুক্ত হওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল। মেইতেই সম্প্রদায়ের দাবি, মণিপুরের অন্য উপজাতিদের মতোই তাদেরও সুযোগ-সুবিধার সংরক্ষণ দিতে হবে। যুক্তি হিসাবে তারা জানিয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা না থাকায় তারা পিছিয়ে পড়ছে। ভারতে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করতে সে দেশের সংবিধানে এ ‘তফসিলি জাতিগোষ্ঠী’র স্বীকৃতির বিধান রাখা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে গত বছর ৩ মে হাইকোর্ট একটি রায়ে মেইতেই জনগোষ্ঠীকেও ‘তফসিলি উপজাতি’ হিসাবে স্বীকৃতি দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে সুপারিশ করে। এ রায়ের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেইতেইদের তফসিলি জাতিগোষ্ঠীর স্বীকৃতি দেওয়া হলে অন্যান্য সংখ্যালঘু আদিবাসী গোষ্ঠীর জন্য প্রতিযোগিতা বেড়ে যাবে। এ আশঙ্কা থেকে কুকি ও অন্য সংখ্যালঘু আদিবাসীরা মেইতেইদের তফসিলি জাতিগোষ্ঠীর স্বীকৃতির বিরোধিতা করে আসছে; কিন্তু বিজেপি মণিপুরে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই মেইতেইদের তফসিলি জাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃতির দাবি আরও জোরালো হয়। বিজেপিও এ দাবিকে সমর্থন জানায়। উল্লেখ্য, মণিপুরে বিধানসভা নির্বাচনে এ মেইতেইদের সংখ্যাগরিষ্ঠতার জোরেই বিজেপি জয়লাভ করে ক্ষমতায় বসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us