বাংলাদেশকে ১০ লাখ টন চাল আমদানি করতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৬

বাংলাদেশে ২০২৩-২৪ বিপণনবর্ষে চালের উৎপাদন আগের পূর্বাভাসের চেয়ে ৭ লাখ টন কম হতে পারে। এতে বাংলাদেশকে চাল আমদানি ৩ লাখ টন বাড়িয়ে ১০ লাখ টনে উন্নীত করতে হতে পারে।


যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সংস্থাটি ২৩ আগস্ট শস্যবিষয়ক এই প্রতিবেদন প্রকাশ করে।


পূর্বাভাসে বাংলাদেশে চাল উৎপাদনের পরিমাণ কমিয়ে ধরার কারণ হিসেবে বলা হয়, এবার আউশের ভরা মৌসুমে বাংলাদেশে টানা তাপপ্রবাহ ছিল। বৃষ্টিও কম হয়েছে। গত জুলাই মাসে আমনের শুরুতে একই ধরনের আবহাওয়া ছিল। পরে আগস্টে ভারী বৃষ্টি হয়।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বরাত দিয়ে ইউএসডিএ বলেছে, বৈরী আবহাওয়ার কারণে ধান আবাদের জমি কমেছে। এটাই উৎপাদন কমার কারণ হতে পারে। আবার কৃষকদের উৎপাদন খরচও বাড়বে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক অবশ্য মনে করেন, চাল আমদানির খুব একটা প্রয়োজন হবে না। তিনি বলেন, আগস্টে বৃষ্টি বেড়েছে। ফলে আমনে উৎপাদন বাড়তে পারে। এ কারণে সামগ্রিকভাবে চালের উৎপাদন যথেষ্ট ভালো হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us