রাষ্ট্রের সৌন্দর্য হচ্ছে রাজনীতি এবং রাজনীতিতে লাবণ্য ঝরে যখন স্লোগান থাকে শিক্ষার্থীদের কণ্ঠে। নিজে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারিনি। কারণ কলেজে প্রবেশ লগ্নেই সার্বক্ষণিক সাংবাদিকতায় নাম লিখিয়ে ফেলি। তবে কলেজে যখন ছাত্র সংগঠনগুলো মিছিল বের করতো, তখন আমি সেই মিছিলের সৌন্দর্যে বিমোহিত হতাম।
বন্ধুরা সক্রিয় রাজনীতিতে মাঠে নেমে পড়েছিল প্রায় সবাই। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন। বন্ধুরা মিছিল করতো আমি কোনো কোনো মিছিলে তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে কলেজ ক্যাম্পাস বা করিডোর পার হতাম। সকল দলের বন্ধুরা মিলে চা-সিঙাড়ার আড্ডা হতো।