আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন আজ। অন্য দুই দিনের তুলনায় আদালত চত্বরে আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার কাঠগড়ায় বসে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের ফোনে কথা বলার বিষয়টি প্রকাশ করে ঢাকা পোস্ট। যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এ কারণে বুধবার (২৫ আগস্ট) আদালত চত্বরে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা গেছে।