আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল ও করোনা মহামারিকে কেন্দ্র করে করে অনিশ্চিয়তায় ঝুলছিল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। অবশেষে শঙ্কা রূপ নিল বাস্তবে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল দুই দলের ওয়ানডে সিরিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল সোমবার এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করে। চলমান পরিস্থিতিতে ভ্রমণ জটিলতাসহ বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়। পিসিবি জানিয়েছে, আগামী বছর নতুন সূচিতে সিরিজটি করার পরিকল্পনা রয়েছে।