করোনা মহামারী শুরুর পর থেকে স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্যের বিস্তৃতি রোধে আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর পদক্ষেপ নিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ভুল তথ্যের লাখ লাখ পোস্ট মুছে ফেলার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির তিন হাজারের বেশি অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে এ প্রযুক্তি জায়ান্ট।