এলাকার লোকজন জোকের মতো কামড়াইয়া ধরছে

জাগো নিউজ ২৪ মোকাম্মেল হোসেন প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১০:১৭

রজব আলী ঠিক করেছেন, সামনের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একথা তার ঘনিষ্ঠ যে ক’জন জানে, তাদের একজন কলিমদ্দি। এলাকার বন্যা পরিস্থিতির খবর জানিয়ে রজব আলীকে সে বলল-


: বস, ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার এইটা একটা চান্স।
: কীভাবে?
: বন্যার্তদের পাশে দাঁড়ানোর মাধ্যমে।
: বন্যা কি ঠিকমতো লাগছে?
: অচিরেই লাগবে বস।
কোনো বিষয়ে মত দেয়ার আগে গোঁফে হাত বোলানোর অভ্যাস রজব আলীর। আজও তাই করলেন। গোঁফ মোচড়ানো শেষে মুচকি হেসে তিনি বললেন-
: আগে লাগুক। পাবলিক দশ-বিশ দিন পানি-কাদায় হাবুডুবু খাক। তারপর তাদের কাছে আলোকবর্তিকারূপে দেখা দিব। বন্যার পানিতে পায়ের বুইড়া আঙুল ভেজার আগেই যদি খেদমত আলী হইয়া সেখানে হাজির হই, তাহলে পাবলিক বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না। বুঝলা কলিমদ্দি, সাধা জিনিসের কদর নাই। যে জিনিসের প্রয়োজন যত বেশি, সেই জিনিসের কদরও তত বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us