সিটি করপোরেশন সঠিক সময়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ও কার্যকর কীটনাশক ব্যবহার না করায় ঢাকায় ভয়াবহ আকারে ডেঙ্গু বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিজেদের ব্যর্থতা আড়ালের অংশ হিসেবে 'অভিযান-জরিমানা'র কৌশল বেছে নিয়েছে সিটি করপোরেশন।
কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে তাদের কাছে পরামর্শ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে চলতি বছরে গতকাল শুক্রবার পর্যন্ত চার হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫৭ জন। জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত দুই হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।