সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হচ্ছে না কাল আগামীকাল সোমবার। সরকারের বিধিনিষেধের কারণে হাইকোর্টের নির্দেশে সারাদেশের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ আছে। ফলে, কাল পূর্বনির্ধারিত ধার্য দিনে মামলার সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
আদালত সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার, মঙ্গলবার ও বুধবার (২৬, ২৭ ও ২৮ জুলাই) একটানা ৩ দিন মেজর সিনহা হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রথম দশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এর আগে, ২৭ জুন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বাদী-বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে মামলাটির চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য উল্লেখিত তিন দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন।