সকালে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও লিটন দাসের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির পর শেষ দিকে আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৭৬ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
এ রান তাড়া করতে হলে জিম্বাবুয়েকে ফিরিয়ে আনতে হতো ৬ বছরের পুরোনো স্মৃতি। সর্বশেষ ২০১৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের ৩০৩ রান পেরিয়ে গিয়েছিল তারা, এরপর এ মাঠে এত রান তাড়া করে আর জেতা হয়নি তাদের।
তবে সাকিব আল হাসানের তোপে জিম্বাবুয়ে সে স্মৃতি ফিরিয়ে আনা দূরে থাক, ১২১ রানে আটকে গিয়ে উল্টো হেরেছে ১৫৫ রানের বড় ব্যবধানে। জিম্বাবুয়ের বিপক্ষে রানের হিসেবে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম জয়।