করোনার মধ্যে ফের এক বিতর্কিত ছবি। এবার রাজস্থানের মধ্যপ্রদেশের ভোপাল। জানা গিয়েছে, ভোপালের এক শ্মশানে একটি পার্ক তৈরি করা হচ্ছে। কিন্তু সেই পার্ক তৈরিতে ব্যবহার হচ্ছে কোভিড রোগীদের দেহভস্ম! ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন সকলে।
ভবভদা বিশ্রাম ঘাটে এই পার্ক তৈরি হচ্ছে। ২১টি লরি ভর্তি করে আসা কোভিড রোগীদের দেহভস্ম গিয়ে তৈরি হচ্ছে এই পার্ক। কোভিড বিধিনিষিধের জেরে মৃতদের পরিবার ওই ছাই সংগ্রহ করতে অপারগ থাকায়, এগুলি নিয়ে কী করা হবে তা নিয়ে সমস্যায় পড়েছিল পরিচালন কমিটি।