২৯ জুন ভোর ৪টা থেকে রাত ১২টা ৪০ মিনিট- প্রায় একদিন কাটলো বিমান এবং বিমান বন্দরে। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা বিমান ভ্রমণ শেষে অবশেষে হারারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
গতকাল ২৯ জুন জিম্বাবুয়ের সময় রাত ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিট) জিম্বাবুয়ের মাটিতে পৌঁছায় টিম বাংলাদেশ।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, এরপর সেখান থেকে অবশেষে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রাখে জাতীয় ক্রিকেট দল।