শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানের করপোরেট কর কমলেও শুধু মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দেয়, এমন প্রতিষ্ঠানের কর বাড়তে পারে। এই ধরনের প্রতিষ্ঠান এখন সাড়ে ৩২ শতাংশ হারে করপোরেট কর দেয়। নতুন অর্থবছরে এসব প্রতিষ্ঠানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শ্রেণিতে ফেলা হতে পারে। এতে তাদের ওপর ৪০ শতাংশ কর আরোপ হতে পারে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে তা সাড়ে ৩৭ শতাংশে নেমে আসবে।