আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর নাইরাগঙ্গো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নেমে আসা লাভা পূর্বাঞ্চলীয় প্রধান শহর গোমার বিমানবন্দরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। শনিবার রাতে দেশটির সরকার ওই এলাকার সব বাসিন্দাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ২০ লাখ মানুষের শহর গোমাতে কয়েক হাজার মানুষকে পায়ে হেঁটে শহর ছেড়ে চলে যেতে দেখা যায়, তাদের অনেকেই রুয়ান্ডার সীমানার দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।