লাল লাল টসটসে লিচুতে এখন রাজশাহীর বাজার ভরপুর। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। ফলে নিম্ন আয়ের সাধারণ মানুষ লিচু কিনতে পারছেন না। বিক্রেতারা বলছেন, বাগানে লিচু কম। তাই চড়া দামেই কিনে আনতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কেজেএম আবদুল আউয়াল বলেন, গাছে গাছে লিচুর ফুল থাকার সময় ১২০ ঘণ্টা তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা দরকার ছিল। কিন্তু এবার এটা পূর্ণ হয়নি। তাপমাত্রা ছিল বেশি। তাই লিচুর ফুল নষ্ট হয়েছে। খরার কবলে অনেক লিচুর গুটিও ঝরেছে। তাই উৎপাদন কম। এর প্রভাব পড়েছে বাজারে।