জামিন নয়, গৃহবন্দী থাকবেন নারদা মামলায় গ্রেপ্তার চার নেতা

প্রথম আলো প্রকাশিত: ২১ মে ২০২১, ১৪:০৮

নারদা দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের চার নেতার জামিন প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করলেন কলকাতার হাইকোর্টের দুই বিচারপতি। আজ শুক্রবার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ওই চার নেতার জামিনের পক্ষে মতামত দেন। অন্যদিকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জামিনের বিরোধিতা করেন। ফলে সিবিআইয়ের নিয়ন্ত্রণে তাঁদের থাকতে হবে গৃহবন্দী।

পশ্চিমবঙ্গের এই চার নেতা হলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী ও বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল নেতা, কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। তাঁদের জামিন বাতিল আদেশের পুনর্বিবেচনার শুনানি হয় ওই দুই বিচারপতির বেঞ্চে। ফলে সিদ্ধান্ত ঝুলে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us