বাংলায় ভোট পরবর্তী হিংসার সংক্রান্ত একটি মামলায় কেন্দ্র, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নোটিশ। জনস্বার্থ মামলাটিতে বলা হয়েছে, 'ভোটের পর BJP সমর্থকদের উপর হামলা করা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণার পরই হিন্দু BJP সমর্থকদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাঁদের সম্পত্তি লুঠ করা হয়। শুধুমাত্র BJP-কে সমর্থন করার জন্য তাদের উপর চালানো হয় অত্যাচার।'
প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনের মধ্যে ২১৩টিতে জয়ী হয়েছিল তৃণমূল। BJP-র ঝুলিতে এসেছে মাত্র ৭৭টি আসন। এরপর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির। একদিকে যখন তৃণমূলের দিকে হিংসা ছড়ানোর অভিযোগ তুলছে BJP, তখন তৃণমূলের দাবি, রাজ্যে অশান্তি বাধানের চক্রান্ত করছে গেরুয়া শিবির।