উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্ব থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব। ওই নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করার আশঙ্কা জানিয়ে ভবানীপুরে উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ফিরহাদকে কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার দাবি নিয়েও স্মারকলিপি দিয়েছেন বিজেপি নেতারা। আজ বিকেলে লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অরুণ সিংহ, শিশির বাজোরিয়ারা কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে ফিরহাদের প্রসঙ্গটি ছাড়াও, ওই এলাকায় শান্তিতে ভোট করানোর দাবিতে অন্তত ৪০ কোম্পানি আধাসেনা মোতায়েনের আর্জি জানান।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব রয়েছে বিজেপি। ভবানীপুরে ভোটের সময়ও তৃণমূল হিংসার পথে হাঁটবে বলে কমিশনের কাছে আজ আশঙ্কা প্রকাশ করে বিজেপি।