করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটির সব রাজ্যে মৃত্যু ও শনাক্তের হার ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। সংক্রমণ ঠেকাতে গত বছরের মার্চ থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে বাড়িতে বসেই মাসের পর মাস বেতন পাচ্ছেন শিক্ষকরা।
তবে এভাবে বেতন নেয়া অপছন্দ পূর্ব মেদিনীপুরের কাঁথির কুলাই পদিমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শ্যামল জানার। নিজের টাকায় ওষুধ ও খাবার কিনে তা করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দিচ্ছেন এ স্কুল শিক্ষক। আর তার এ মহৎ কাজের সার্বক্ষণিক সঙ্গী স্ত্রী মনিকা।