বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী সত্ত্বেও ২০২০ সালে মোট সামরিক ব্যয় দু্ই দশমিক ছয় শতাংশ বেড়েছে।
গত বছর কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিছু প্রতিরক্ষা তহবিল স্থানান্তর করার পরও ব্যয়ের এ বৃদ্ধি ঘটেছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) ।
২০২০ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে পাঁচটি দেশ। তাদের সম্মিলিত ব্যয় বিশ্বজুড়ে মোট ব্যয়ের ৬২ শতাংশ। এ দেশগুলো হল যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্য।