ঠিক যেন কার্ফু! রাত ৯টা হলেই এই শহরের সব দোকান বন্ধের নির্দেশ পুলিশের

এইসময় (ভারত) প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৮:৪৫

বাড়ছে সংক্রমণ। তবে এখনই নাইট কার্ফু বা লকডাউনের কোনও সম্ভাবনা নেই, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু করোনার দাপট কমাতে নিজেদের মতো করে পদক্ষেপ নিতে দেখা গেল মেদিনীপুরের পুলিশ প্রশাসনকে। করোনা আবহে রাত ৯টার সময় বন্ধ করতে হবে সমস্ত দোকান, মেদিনীপুর শহরে এমনই ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। সোমবার রাতে মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকায় ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এদিন রাত ৯ টার সময় যাবতীয় দোকান বন্ধের নির্দেশ দেন কোতোয়ালী থানার আধিকারিকরা।

গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় সংক্রমিত হয়েছেন ২২১ জন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে পুলিশের তরফে। কর্তৃপক্ষের দাবি, বাজারগুলিতে অযথা ভিড় থাকলে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us