রোজার উদ্দেশ্য রিপুর নিয়ন্ত্রণ

ইত্তেফাক ড. আহমদ আবুল কালাম প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৬:০৯

বহির্জগৎ সম্পর্কে মানুষের জ্ঞানার্জনের বাহন তার ইন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তি। কিন্তু মানবজীবনের এমন অনেক দিক আছে, যেগুলো এ দুটির অগোচরে এবং যেগুলোর উদ্ঘাটনে এ দুটি অক্ষম-কিংকর্তব্যবিমূঢ়। সম্ভবত এ কারণেই জ্ঞানবিজ্ঞানের চরম উত্কর্ষের এই যুগেও বিজ্ঞান বা দর্শন ভেদ করতে পারেনি জীবনরহস্যের অনেক দিক। এজন্য এ দুটি ছাড়াও মানুষকে বাধ্য হয়ে স্বীকার করতে হয় অতীন্দ্রিয় অনুভব শক্তি স্বজ্ঞাকে (intuition)। বুদ্ধির চেয়ে উচ্চতর শক্তি স্বজ্ঞা মানুষের উচ্চতর আধ্যাত্মিক চেতনার এক সচেতন অভিব্যক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us