স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে হেফাজতে ইসলাম চ্যালেঞ্জ করেছে বলে অভিযোগ তুলেছে ১৪ দলীয় জোটের নেতারা। এই আন্দোলনকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত আখ্যায়িত করে তারা বলেছেন, হেফাজতের বিষয়ে যতই কৌশল অবলম্বন করি, সনদ দেই, আর যেভাবেই যতই খুশি করার চেষ্টা করি, তারা তাদের রাজনৈতিক দর্শন থেকে সরবে না। দমন করতে না পারলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি নিয়ে নামতে হবে। যথাযথভাবে আইন প্রয়োগ করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সোমবার (২৯ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।