ভাষাসৈনিকদের নামে পরিচিতি পেল না সড়কগুলো

প্রথম আলো প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন ভাষাসৈনিকদের নামে ১৫টি সড়কের নামকরণ করে। ১৪ বছরেও সেসব সড়ক তাঁদের নামে পরিচিতি পায়নি। সড়কগুলো এখনো নম্বর দিয়েই চেনে লোকে। সেসব সড়কের বাসাবাড়ি, দোকানপাট সবই নম্বর দিয়ে পরিচিত। ভাষাসৈনিকদের নামের ফলক ও ম্যুরালগুলোও বেহাল। কোথাও কোথাও পোস্টারে ঢাকা পড়েছে, ময়লা–আবর্জনায় ভরে গেছে। কোথাও মুছে গেছে ম্যুরালের লেখা।

ভাষাসৈনিকদের নামে সড়কগুলো উদ্বোধন করা হয় ২০০৬ থেকে ২০০৭ সালের মধ্যে। ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে ভাগ করার বিল জাতীয় সংসদে পাস হয় ২০১১ সালের নভেম্বরে। ১৫টি সড়কের মধ্যে ১৪টিই পড়েছে দক্ষিণ সিটিতে। সড়কগুলো রয়েছে ধানমন্ডির বিভিন্ন এলাকায়। অপর সড়কটি রয়েছে টেকনিক্যাল মোড়ে। এটি ঢাকা উত্তর সিটির মধ্যে পড়েছে। ধানমন্ডির চারটি সড়কে চারজন ভাষাসৈনিকের নামে বিভিন্ন বেসরকারি ব্যাংকের উদ্যোগে চারটি ম্যুরাল তৈরি করা হয়। সেগুলোর অবস্থাও এখন সঙিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us