ইয়েমেন বিষয়ে জাতিসংঘের রিপোর্টে বলা হয়, যে সেখানে লক্ষ লক্ষ শিশু জরুরি পুষ্টিজনিত চিকিৎসার অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেI খাদ্য ও কৃষি সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ জরীপে এই তথ্য প্রকাশ করা হয়I প্রায় ৬ বছরের গৃহযুদ্ধে ইয়েমেনে বহু শিশুর মৃত্যু হয়েছেI অপুষ্টির কারণে সেখানে, ৫ বছরের নিচে ২০ লক্ষ ৩০ হাজার শিশু এ বছর মৃত্যুর ঝুঁকিতে রয়েছেI
বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র, টমসন ফিরি বলেছেন, ইয়েমেনে পুষ্টিজনিত রেকর্ড পরিমান শিশু মৃত্যুর কারণে, ইয়েমেন এখন বড় ধরণের দুর্যোগের মুখেI তাদের অনতিবিলম্বে পুষ্টিজনিত খাদ্য সহায়তা প্রয়োজনI