চট্টগ্রাম সিটিতে কাউন্সিলর পদে বিএনপি-জামায়াতের কেউ নেই
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১১:২৩
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে বিএনপি-জামায়াতের কেউ জয়ী হননি। ২০১৫ সালের নির্বাচনে তাদের নয়জন প্রার্থী জয়ী হয়েছিলেন। এবারের ৫৪ বিজয়ীর মধ্যে সবাই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী। সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৫৫ পদের মধ্যে ১৮ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন জয়ী হয়েছেন। আর এক প্রার্থীর মৃত্যুর কারণে ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন হয়নি।