ভোটের লড়াইয়ে ঘরের বিরোধ

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ০৮:০০

একদিকে মহিউদ্দিন চৌধুরী, অন্যদিকে আ জ ম নাছির উদ্দীন—আড়াই দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রণ ছিল তাঁদের কাছে। এই সময়ে মোট পাঁচবার সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। চারবারই দলের প্রার্থী ছিলেন মহিউদ্দিন। সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে তাঁর পরিবর্তে দলের মনোনয়ন পেয়ে মেয়র হন নাছির। এবার নাছিরের জায়গায় মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত রেজাউল করিম। এই একটি চমক ছাড়া ভোটের রাজনীতিতে ঘুরেফিরে আওয়ামী লীগের পুরোনো দ্বন্দ্বের কথাই আলোচনায় আসছে।

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর (২০১৭ সালের ডিসেম্বরে) পর তাঁর অনুসারীদের নেতৃত্বে চলে আসেন ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যপক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির তাঁর অনুসারীদের নিয়ে পৃথক অবস্থান ধরে রেখেছেন।

এমন পরিস্থিতিতে ভোটের লড়াইয়ে বিএনপির পাশাপাশি ঘরের বিরোধ নিয়েও ভাবতে হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে। ঠিক এ জায়গায় কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন ভোটের প্রচারের শুরু থেকেই সক্রিয় থাকা বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি। স্থানীয় নেতারা তাঁর সঙ্গে থাকলেও দলের কেন্দ্রীয় নেতারা অবশ্য এখনো তাঁর প্রচারে সেভাবে নেই। এ নিয়ে নেতা–কর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us