ইরাক-আফগানের চেয়ে ওয়াশিংটন সামলাতে বেশি সেনা লাগছে যুক্তরাষ্ট্রের
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১৬:২৮
৯/১১ হামলার পর থেকে ইরাক-আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে কথিত ‘শান্তিরক্ষা’র অজুহাতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে বিদেশের চেয়ে নিজেদের রাজধানীতেই শান্তি বজায় রাখতে যে আরও বেশি নিরাপত্তারক্ষীর দরকার পড়বে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি মার্কিন নীতিনীর্ধারকরা। অথচ সেটাই এখন বাস্তবতা।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে ওয়াশিংটনে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, যা ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মোট মার্কিন সেনার প্রায় দ্বিগুণ। মুসলিমপ্রধান দেশ দু’টিতে বর্তমানে পাঁচ হাজারের মতো সেনা রয়েছে যুক্তরাষ্ট্রের।