বোয়ালমারী পৌর নির্বাচন, প্রচারণায় মুখরিত নির্বাচনী এলাকা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ০৮:৩৮
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের তারিখ ১৬ জানুয়ারি। নির্বঅচনের দিন যতই এগিয়ে আসছে প্রচার প্রচারণা ততই জমে উঠেছে। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণার ঝড়। প্রচারের জোয়ারে বোয়ালমারী শহর এখন পোস্টার আর মাইকের নগরী হয়ে ওঠেছে। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে একের পর এক মাঠে আসছেন কেন্দ্রীয় নেতাগণ।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম ক্রিকের পর প্রচারে নেমেছেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ হোমিও প্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতিশ দিপংকর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান লিয়াকত শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভির আকতার শিপার প্রমুখ। প্রতিদিন গণসংযোগসহ মধ্য রাত অবধি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখছেন তাঁরা।