প্রতিদিন কি গোসল প্রয়োজন?? জেনেনিন বিশেষজ্ঞদের মতামত
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:৪৩
প্রতিদিন গোসল করা "পরিষ্কার পরিচ্ছন্নতার" অংশ। তবে, করোনা মহামারী এবং বাড়িতে থেকে কাজকর্ম করার কারণে প্রতিদিন গোসল করার প্রয়োজনিয়তা আসলেই আছে কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন বাসা থেকে বের না হলে তারা গোসল করেন না। অনেকেই আবার কম গোসল করার উপকারিতা তুলে ধরছেন। তবে নিয়মিত গোসল না করা কি আসলেই বুদ্ধিমানের কাজ হবে? চলুন দেখে নেই বিশেষজ্ঞরা কি বলছেন।
ভারতের শ্রী বালাজি অ্যাকশন মেডিকেল ইনস্টিটিউট এর চর্ম রোগ বিভাগের প্রধান ও সিনিয়র পরামর্শক ডাঃ যশোধার শর্মা বলেন, কম শাওয়ার নেওয়া বেক্তিগত পছন্দ হতে পারে তবে এটাকে আমি সুপারিশ করতে পারব না। আসলে প্রতিদিন গোসলের উপকারিতা ফলাও করে বলা লাগে না। এটা প্রতিদিনের প্রয়োজন গুলোরই একটি অংশ।