চাকরি ছাড়াই বেতন তুলেছেন ৪২ মাস!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১৮:৩১

চাকরি থেকে অবসরে গেছেন তিন বছর ছয় মাস আগে। তবুও প্রতি মাসে সাড়ে ছয় হাজার টাকা করে বেতন তুলেছেন গ্রাম পুলিশ মো. গিয়াস উদ্দিন। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন তিনি। সাত দিনের মধ্যেই তাকে ৪২ মাস পর্যন্ত তোলা অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে।
গিয়াস উদ্দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের আউটারগাতি গ্রামের তাজ উদ্দিনের ছেলে। ২০১৭ সালের ১২ জুন তার ৫৯ বছর সম্পন্ন হয়। এরপর ওই দিন থেকেই তিনি সরকারি নিয়ম অনুযায়ী চাকরি থেকে অবসরে যান। কিন্তু এরপরও প্রতি মাসে সরকারি বেতন-ভাতাদি তোলায় বিষয়টি ধরা পড়ে।

একপর্যায়ে এক অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামেন নান্দাইলের ইউএনও এরশাদ উদ্দিন। তদন্ত শেষে গত মঙ্গলবার তাকে বরখাস্ত করে আগামী সাত দিনের মধ্যে উত্তোলিত অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us