পৌষের শুরুতে উত্তরাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীত জেঁকে বসেছে। মৃদু শৈত্যপ্রবাহের আভাসও রয়েছে এ অঞ্চলে। পৌষের দুই তারিখ, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজারহাটে ১০.৭ ডিগ্রি সেলসিয়াসসহ রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
এসময় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।