ফেসবুকে আলোচনার শীর্ষে মুশফিক, গৌতম গাম্ভীরের পোস্ট নিয়ে বিতর্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১৩:১৩
বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াঙ্গন নিয়ে সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয় ছিল খেলার মাঠে মুশফিকুর রহিমের মারমুখী ভঙ্গি এবং জরিমান।। পাশাপাশি ঢাকার একটি হোটেলে ক্রিকেটারদের একটি বারবিকিউ পার্টির পর কোভিড সংক্রমণের একটি ভীতিও তৈরি হয়েছিল।
চলুন দেখে নিই গেল সপ্তাহে দেশে এবং দেশের বাইরে খেলা নিয়ে কোন কোন বিষয়গুলো সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে।
সপ্তাহের শুরুতেই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজারা। শুক্রবার রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশের ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের একটি উদযাপন অনুষ্ঠান করেন।
যেখানে এই টুর্নামেন্টে খেলা প্রায় সবাই উপস্থিত ছিলেন, সাথে ছিলেন কোচ-ম্যানেজাররাও।