'ঘটনাস্থলে উপস্থিত থেকেই সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ'
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৬:০৪
টেকনাফের বাহাছড়ায় মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি বলছে, এই হত্যাকাণ্ডের মুল নায়ক ছিলেন তৎকালীন টেকনাফ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ। তার নির্দেশেই পরিদর্শক লিয়াকত টেকনাফের বাহারছড়া চেকপোস্টে মেজর (অব.) সিনহাকে লক্ষ্য করে গুলি চালায়।
রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গগণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।