৩ বার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচের এই মৌসুমটা খুব ভাল যাচ্ছে না। ক্লাবের সঙ্গেও বনিবনা হচ্ছে না, সেই কারণেই জোর গুঞ্জন এই মৌসুমেই ক্লাব ছাড়তে চান জিনেদিন জিদান।
২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য রিয়াল মাদ্রিদে ফিরিয়ে আনা হয় জিদানকে। তবে সেই বছরটা যে আগের মতো নয় তা বুঝতেই পেরেছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো ততদিনে মাদ্রিদ ছেড়ে পাড়ি দিয়েছেন জুভেন্টাসে। ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সময় তিনিই তো ছিলেন দলের কাণ্ডারি। তাকে ছাড়া লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য এল না গত মৌসুমে। এবার ১১ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে লা লিগাতেও রিয়াল মাদ্রিদ রয়েছে ৪ নম্বরে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’ এর ম্যাচে জয় এল ২-০ গোলে। তবে তুলনামুলক সহজ গ্রুপ পেয়েও রিয়ালকে অপেক্ষা করে থাকতে হল শেষ ম্যাচ অবধি পরের পর্বের যোগ্যতাঅর্জন করতে।