‘ইসলামি সন্ত্রাসবাদে বেশি নজরদারির ফাঁকেই’ ক্রাইস্টচার্চ হামলা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১১:২৫
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার আগে নিরাপত্তাজনিত বেশ কিছু ব্যর্থতার দিক ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় নিযুক্ত তদন্ত দল, কিন্তু এসব সত্ত্বেও শোচনীয় এ ঘটনাটি এড়ানো যেত না বলে সিদ্ধান্ত টেনেছে তারা।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্ট ২০১৯ সালের মার্চে ওই দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করার পর এই তদন্ত শুরু করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জিল্যান্ডের নিরাপত্তা সংস্থাগুলো ‘প্রায় একচেটিয়াভাবে’ ইসলামি সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার ওপর জোর দিয়েছিল আর কর্তৃপক্ষের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পরীক্ষা করার বিষয়টি অবহেলা করার সুযোগে ট্যারেন্ট প্রচুর অস্ত্রের মজুদ গড়ে তুলেছিলেন।