নাজিয়া হক অর্ষা। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। মেধা ও অভিনয় দক্ষতার মাধ্যমে মিডিয়ায় শক্তপোক্ত অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকে নিয়মিত কাজ করছেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী। তবে ছোটপর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ভালো গল্পের প্রস্তাব পেলে বড়পর্দাও দেখায় অর্ষাকে।
এর আগে অর্ষা অভিনীত দু’টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রায় ২ বছর পর নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি।সিনেমা নাম ‘সাহস’। ছবি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। এতে অর্ষার বিপরীতে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান।গেল ২২ নভেম্বর থেকে বাগেরহাটে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।