মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতেই করোনা ধরা পড়ে জুনিয়র ট্রাম্পের। তার পর থেকেই বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে।
মুখপাত্র আরও জানিয়েছেন, জুনিয়র ট্রাম্প এখনও পর্যন্ত উপসর্গহীন। কঠোর ভাবে কোভিড নির্দেশিকা মনে চলছেন। চিকিত্সকদের পরামর্শও নিচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বেরিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কোভিড ধরা পড়েছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পেরও। তাঁদের এক ছেলে ব্যারনেরও সেসময় কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এ বার ট্রাম্প পরিবারের বড় ছেলে করোনায় আক্রান্ত হলেন। ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চেয়ে তিনি প্রচারে বেরিয়েছিলেন।